এখন থেকে ২৪ ঘণ্টা দুর্নীতি ও দুর্নীতিবাজদের সম্পর্কে সব তথ্য এবং অভিযোগ সরাসরি জানাতে পারবেন যে কেউ । এ জন্যে হটলাইন চালু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে বিনামূল্যে ১০৬ নম্বরে কল করে দুর্নীতির বিষয়ে অভিযোগ করা যাবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।
মূলত দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ও ভুক্তভোগীদের দ্রুত সেবা দিতেই হটলাইন ১০৬।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নাগরিকরা ২৪ ঘণ্টাই এই নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে আইনি পরামর্শও নিতে পারবেন তারা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, অনেক সময় ঝামেলা এড়িয়ে চলতে মানুষ দুর্নীতির অভিযোগ দেয় না। আবার অনেক ক্ষেত্রে নিরাপত্তার বিষয় থাকে। মূলত সাধারণ মানুষকে দুর্নীতিরোধে সম্পৃক্ত করতেই হট লাইন চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, মানুষ দুর্নীতির শিকার হলেও দাপ্তরিক ঝামেলা ও নিরাপত্তার কথা চিন্তা করে অভিযোগ করে না। সে কারণে দুর্নীতিবাজরা আরো বেশি এ পথে ঝুঁকে পড়ে। হটলাইন সাধারণ মানুষকে দাপ্তরিক ও নিরাপত্তা সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি দেবে। ভুক্তভোগীরা এখানে কল দিলে কর্মকর্তারা তথ্য নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন।
দুদকের এই হটলাইনটিতে একই সঙ্গে একাধিক ব্যক্তি ফোন করতে পারবেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি ১০৬ নম্বরটি বরাদ্দ দিয়েছে।
এইচটি/জেএইচ